শিক্ষাঙ্গন

হলে বিশৃঙ্খলার জন্য কুবির হল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার এক শিক্ষার্থী

প্রিন্ট
হলে বিশৃঙ্খলার জন্য কুবির হল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার এক শিক্ষার্থী

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ১৫ মে ২০২৫, দুপুর ২:৫৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কাজী নজরুল ইসলাম হলে মাদক সেবন করে 'উশৃংখল আচরণ' করার অভিযোগে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফসান সামিকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আজ (১৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কাজী নজরুল ইসলাম হল প্রাধ্যক্ষ মো. হারুন।

জানা যায়, ২৩ এপ্রিল রাত একটার দিকে রাফসান সামি হলে প্রবেশ করেন এবং এলোমেলো ও অস্বাভাবিকভাবে আচরণ করতে থাকেন। তিনি প্রথমে হল প্রভোস্টের রুমে জোরে ধাক্কা দেন। এরপর ১০৬ নম্বর রুমে এসে জোরে লাথি মারেন এবং অগ্নিনির্বাপক যন্ত্র হাতে নিয়ে এদিক সেদিক স্প্রে করতে থাকেন। 

কাজী নজরুল ইসলাম হল প্রভোস্ট মো. হারুন জানান, "শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কঠোর শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা দ্রুত তাকে হল ত্যাগের ব্যবস্থা করবো।"