শিক্ষাঙ্গন

রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে 'আর্গুমেন্ট কম্পিটিশন' অনুষ্ঠিত

প্রিন্ট
রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে 'আর্গুমেন্ট কম্পিটিশন' অনুষ্ঠিত

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ১৫ মে ২০২৫, দুপুর ১:৫৫ আপডেট : ১৫ মে ২০২৫, দুপুর ২:০০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে \'আর্গুমেন্ট কম্পিটিশন\' অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৪ মে) এই আয়োজন করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব।

এসময় শিক্ষার্থীরা ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণ নিয়ে নিজেদের যুক্তি উপস্থাপন করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রেদওয়ান ভুইয়া। দ্বিতীয় স্থান উজ্জ্বল হোসেন সাগর। তৃতীয় রাইয়ান বিনতে হাবিব।

এ ব্যাপারে ক্লাবের সভাপতি ইসতিয়াক আহমদ অর্চি বলেন, আমার মনে হয়েছে যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা সত্যিকার অর্থেই কতটা অসাধারণ। তাদের ইংরেজি বলার দক্ষতা, ভাষা শৈলী এবং আত্মবিশ্বাস আমি বা আমার মত অনেকেরই প্রত্যাশাকেও ছাড়িয়ে যাবে। প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে আমি চাই, আমাদের এই ক্লাব যেন সকলের সম্মিলিত প্রয়াসে আরো অনেক দূর এগিয়ে যায়। সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই এবং সকলের জন্য রইল অনেক শুভকামনা।

সাধারণ সম্পাদক রেহেনুমা নাফিয়া বলে, এই ক্লাবের সেক্রেটারি হিসেবে আমি চাই আমাদের প্রতিটি সেশন আরও ফলপ্রসূ এবং আরও অংশগ্রহণমূলক হোক। শুধু নিয়মিত সদস্য নয়, নতুনরাও যেন সাহস করে অংশ নিতে পারে, সে পরিবেশ তৈরি করা জরুরি ।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলাম বলেন, হাজার মাইলের গন্তব্য এক পায়ের মাধ্যমেই শুরু হয়। এটি আমাদের ক্লাবের প্রথম প্রতিযোগিতা, এখানে সবাই সবার থেকে অনেক কিছু শিখেছে। আমিও আমার ছাত্র ছাত্রী দের থেকে অনেক কিছু শিখেছি। যেভাবে তোমার বলেছো, বুঝেছ, বিশ্লেষণ করেছ, এটি সত্যিই অবিশ্বাস্য। আমাদের সবারই প্রতিভা রয়েছে যার প্রতিফলন দরকার।এরকম ইভেন্ট হতে থাকা উচিৎ। আমি সবসময়ই বলি তুমি সবসময়ই তোমার চেয়ে শ্রেষ্ঠ। এটা মনে রেখ। তাই তোমাদের জন্য বলছি, এখনো অনেকটা পথ বাকি।