সারাদেশ

নালিতাবাড়ীর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৮ বাংলাদেশি গ্রেপ্তার

প্রিন্ট
নালিতাবাড়ীর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৮ বাংলাদেশি গ্রেপ্তার

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ১৫ মে ২০২৫, দুপুর ১:৩০

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে ভারতে গিয়ে ফিরে আসার সময় তিন দিনের ব্যবধানে ৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই কর্মসংস্থানের উদ্দেশ্যে অবৈধ পথে ভারতে গিয়েছিলেন এবং কাজ শেষে একইভাবে দেশে ফেরার সময় সীমান্তে ধরা পড়েন।

গত ১১ মে (রোববার) ও ১৩ মে (মঙ্গলবার) পৃথক ঘটনায় সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—নাটোরের সিংড়া উপজেলার সিংড়াপাড়া গ্রামের জিয়ারুল রহমান (৪৮) ও তার ছেলে আফ্রিদি (২০), আব্দুল সরদার (২০), বস্তিয়ার আলম (২৩), মুকুল সরদার (৩০); এবং চাঁপাইনবাবগঞ্জ সদরের আয়াতুল্লাহ (৪৫), দুলাল উদ্দিন (৩১) ও শাহাবুল (২১)।

পুলিশ জানায়, ১১ মে সকালে সমশ্চুড়া সীমান্ত দিয়ে ৫ জন বাংলাদেশি মধুটিলা ইকোপার্ক এলাকায় প্রবেশ করলে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি হলদিগ্রাম বিজিবি ক্যাম্পে জানানো হলে সদস্যরা তাদের আটক করে থানায় হস্তান্তর করেন। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় রুপি, মোবাইল ফোন এবং ভারতীয় জাতীয় পরিচয়পত্র ‘আধার কার্ড’ জব্দ করা হয়।

অন্যদিকে, ১৩ মে রাতে বুরুঙ্গা পোড়াবাড়ি সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় চাঁপাইনবাবগঞ্জ সদরের আরও ৩ জনকে টহলরত বিজিবি সদস্যরা আটক করে। তাদের কাছ থেকেও ভারতীয় রুপি ও মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা প্রত্যেকেই ভারতে গিয়ে নির্মাণ শ্রমিকসহ বিভিন্ন খাতে কাজ করতেন। সাম্প্রতিক পাক-ভারত সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপদে দেশে ফিরতে তারা নালিতাবাড়ীর সীমান্তপথ বেছে নেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “রোববার (১১ মে) আটককৃতদের পরদিন সোমবার (১২ মে) এবং মঙ্গলবার (১৩ মে) আটককৃতদের পরদিন বুধবার (১৪ মে) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”