সারাদেশ

ঝিনাইদহে আ’লীগ নেতা ও হত্যা মামলার আসামীকে বিএনপিতে যোগদানের প্রতিবাদে মানববন্ধন

প্রিন্ট
ঝিনাইদহে আ’লীগ নেতা ও হত্যা মামলার আসামীকে বিএনপিতে যোগদানের প্রতিবাদে মানববন্ধন

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ১২ মে ২০২৫, রাত ৯:৫৮ আপডেট : ১২ মে ২০২৫, রাত ১০:০৩

হত্যাসহ একাধিক মামলার আসামী আওয়ামী লীগ নেতাকে বিএনপিতে যোগদান করানোর প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার প্রাণী সম্পদ অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মনোহরপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। সেখান থেকে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ৪ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন কর্মসূচি। এতে মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কাওছার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল হাকিম জিল্লু, কৃষকদল নেতা মাজেদুর রহমান পান্না, বিএনপি নেতা ইসরাইল হোসেন, সিরাজুল ইসলামসহ অন্যান্যরা। ঘন্টা ব্যাপী এই কর্মসূচীতে ইউনিয়ন বিএনপির কয়েকশো নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয়।

সেসময় বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের আমলে শত শত বিএনপির নেতাকর্মীকে নির্যাতনকারী আওয়ামী লীগ নেতা ও হত্যা মামলার আসামী বকুল মোল্লাকে বিএনপিকে যোগদান করেছিয়েন জেলা যুবদলের সদস্য জাহিদ চৌধুরী। এতে ক্ষুন্ন হচ্ছে বিএনপির মান দাবী করে বকুল মোল্লাকে গ্রেফতার ও যুবদল নেতাকে দল থেকে বহিস্কারের দাবী জানান বক্তারা।