শিক্ষাঙ্গন

জাতীয় সঙ্গীত অবমাননার প্রতিবাদে সমবেত কন্ঠে গাইলেন রাবি শিক্ষার্থীরা

প্রিন্ট
জাতীয় সঙ্গীত অবমাননার প্রতিবাদে সমবেত কন্ঠে গাইলেন রাবি শিক্ষার্থীরা

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ১২ মে ২০২৫, রাত ৯:০৫

শাহবাগে জাতীয় সঙ্গীতের অবমাননা করা হয়েছে এমন অভিযোগ এনে তার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত গেয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (১১ মে) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত কন্ঠে সঙ্গীত গান তারা। 

এসময় বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহ মুহাম্মদ কাফী বলেন “আমরা দেখেছি শাহবাগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় একদল মানুষ হুট করে জাতীয় বন্ধ করতে বাধ্য করে।আমরা আরও উদ্বেগের সাথে লক্ষ্য করেছি পেছন থেকে এক গ্রুপ ‘ভুয়া' ‘ভুয়া’ বলে দুয়োধ্বনি দেয়, যেটি আমাদের জাতীয় চেতনার জন্য অত্যন্ত এলার্মিং আমরা এর প্রতিবাদ জানাই এবং বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বে বিশ্বাসী ও ফ্যাসিবাদ বিরোধী সকল শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের প্রশ্নে এক থাকার আহ্বান জানাই।”

এসময় বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।