ছবি : ফাইল ছবি
চলমান সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এ বসুন্ধরা স্পোর্টস সিটির মাঠের ডাগআউটের সামনে মেহজাবীন চৌধুরীর মা ও ছোটবোন মালাইকা চৌধুরীর সঙ্গে হাস্যজ্জ্বোল চেহারায় দেখা যায় মায়াবী চোখের সুদর্শন এই তরুন অনন্য খান সাদিক কে। গত ৬ই মে রাতে এমনি একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিও ভাইরালের পর তার সতীর্থ সুভাখাঙ্খী ও বন্ধুবহল বেশ অবাকও হয়। বিশেষ করে তার বেড়ে ওঠা নিজ জেলা কিশোরগঞ্জের মানুষ। সবার একটাই কথা মফস্বল শহরের একটি ছেলে কিভাবে এতো সাবলীল ভাবে বাংলাদেশী টেলিভিশন নাটকের কুইনখ্যাত জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর পরিবারের সঙ্গে এভাবে আড্ডায় মজেছেন। এ নিয়েও খবর প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে।
তবে এবার সেই মেহজাবীন চৌধুরীর ছোটভাই ও ম্যানেজার হয়ে ওঠা অনন্য খান সাদিক কে বিভিন্ন কোম্পানি তাদের ব্রান্ড প্রমোশনের বিজ্ঞাপন চিত্রে কাজ করার জন্য যোগাযোগ করেছেন বলে জানান সুন্দর চোখের অধিকারী সুদর্শন এই তরুন।
তিনি জানান, এখনো আমাদের সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্ট চলমান রয়েছে। আমাদের টিম মেহজাবীন আপুরা ফাইনালেও উঠেছেন। আগাকাল ১৩ই মে ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে। সেই কারনেই আপাতত কোনো কোম্পানির সাথে বিজ্ঞাপনের কাজ কনফার্ম করিনি এখনো। তবে মেহজাবীন আপুর সাথে বিষয়টি আমি শেয়ার করছি। টুর্নামেন্ট শেষে আপু গ্রীন সিগনাল দিলেই তবে আমি ক্যামেরার সামনে দাঁড়াবো।
এদিকে ৮ তারিখ এর পর প্রথমে বিকাশ ও প্রান কোম্পানির মিডিয়া ডিপার্টমেন্টের প্রতিনিধি আমার সাথে মুঠোফোনে বিজ্ঞাপনের বিষয়ে কথা বলেছেন।
এছাড়াও আমার পরিবারের অনুমতি নিয়েই আমি ক্যারিয়ার হিসেবে মিডিয়ায় নাম লিখাতে চাই বলে জানান উদীয়মান এই তারকা।
মতামত