ছবি : ঢাকা ইনসাইটস
নরসিংদীর মনোহরদীতে সিএনজি-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত ও ৩ যাত্রী আহত হয়েছে। বুধবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের মনোহরদী উপজেলার হাতিরদিয়া পেট্রোল পাম্প ও মুরগী বাজারের মধ্যবর্তী কালভার্টের ওপর এ দূর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক শাহিন মিয়া (৩৫) মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের নারান্দী গ্রামের কামাল উদ্দিনের ছেলে। আহত যাত্রীরা হলেন, একই উপজেলার হাতিরদিয়া গ্রামের নিরঞ্জনের ছেলে শান্ত (২০), শিবপুর উপজেলার আশ্রাফপুর গ্রামের মাইন উদ্দিনের ছেলে কাউসার (৩২) এবং একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে বিজয় (২৫)। আহতরা নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সিএনজি চালিত অটোরিকশা হাতিরদিয়া থেকে যাত্রী নিয়ে ইটাখোলা যাচ্ছিল। হাতিরদিয়া পেট্রোল পাম্প ও মুরগী বাজারের মধ্যবর্তী কালভার্টের ওপর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার সজোরো ধাক্কা দেয়। এতে চালকসহ সিএনজির ভিতরে থাকা চারজন আহত হয়। গুরুতর আহত সিএনজি চালক শাহিন মিয়াকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান।
মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) শহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সিএনজি চালকের লাশ তার বাড়িতে রয়েছে। কাউকে আটক করা যায়নি। দুর্ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
মতামত