কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা স্নাতকোত্তর পর্যায়ে ওবিই (আউটকাম বেইজড এডুকেশন) কারিকুলাম বাতিলের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন।
মঙ্গলবার (৬ মে) দুপুর ৩টার দিকে উপাচার্যের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো: স্নাতকোত্তর পর্যায়ে ওবিই কারিকুলাম বাতিল করতে হবে, নিয়মিত কারিকুলামের অধীনে আগামী ৮ মে’র মধ্যে ক্লাস চালু করতে হবে, স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য একটি সুস্পষ্ট অ্যাকাডেমিক ক্যালেন্ডার (অন্তত সেমিস্টার ফাইনালের সম্ভাব্য তারিখসহ) প্রকাশ করতে হবে এবং মাস্টার্সের ফলাফল দ্রুত প্রকাশ করতে হবে।
এ বিষয়ে ওই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল হালিম বলেন, “শিক্ষার্থীদের আপত্তি থাকা সত্ত্বেও বিভাগ থেকে ওবিই কারিকুলাম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে অনেক শিক্ষার্থী মাস্টার্স না করার সিদ্ধান্ত নিয়েছে। আমরাও কেউ এই কারিকুলামে ক্লাস করতে আগ্রহী নই। যদি ওবিই চালু করা হয়, তাহলে আমরা মাস্টার্স করব না।”
তিনি আরও বলেন, “করোনাভাইরাস, শিক্ষক সমিতি ও তৎকালীন উপাচার্যের অভ্যন্তরীণ কোন্দলের কারণে আমরা ইতিমধ্যে এক বছর পাঁচ মাস পিছিয়ে আছি। তাই আর নতুন করে দেড় বছর মেয়াদি ওবিই কারিকুলামের অধীনে মাস্টার্স করতে চাই না। আমরা এ বিষয়ে বিভাগীয় প্রধান ও উপাচার্যের সঙ্গেও কথা বলেছি।”
এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, স্মারকলিপি দিয়েছে সেটা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে পেশ করা হবে। কাউন্সিল সিদ্ধান্ত নিবে৷ এবং সেটা সিন্ডিকেটে পেশ করা হবে৷ সিন্ডিকেট এবিষয়ে সিদ্ধান্ত নিবে।
মতামত