ছবি : ফাইল ছবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের বিভাগীর প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হাকিম।
বুধবার (৩০ এপ্রিল) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ও সহকারি রেজিস্টার মোহাম্মদ মিজানুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়‚ ‘২৮/০৪/২০২৫ এ ১০৩ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তক্রমে অধ্যাপক ড. মো. মারুফ হাসান, বিভাগীয় প্রধান, গণিত বিভাগ, কু.বি-কে দায়িত্ব থেকে (২৭/০৪/২০২৫ তারিখ থেকে) অব্যাহতি প্রদান পূর্বক অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম, গণিত বিভাগ, কু.বি-কে সিন্ডিকেট সভার তারিখ (২৮-০৪-২০২৫) থেকে ০৩ বছরের জন্য বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান করা হলো।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয় যে, অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হাকিমের ০৩ বছর মেয়াদ পূর্ণ হলে অধ্যাপক ড. মো. মারুফ হাসান নিয়মিত বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য‚ ৩ মার্চ, ২০২৫ তারিখ থেকে ২৭ এপ্রিল‚ ২০২৫ তারিখ পর্যন্ত মারুফ হাসানের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালনের মেয়াদের সাথে যুক্ত হবে না।
মতামত