রাজনীতি

নিজ বাসভবনে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া

প্রিন্ট
নিজ বাসভবনে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ৬ মে ২০২৫, দুপুর ১:৪৮

চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরে ঢাকার গুলশানে নিজ বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।মঙ্গলবার (৬ মে) দুপুর ১টা ২৫ মিনিটে তিনি গুলশানের বাসায় পৌঁছান। এ সময় তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী।


এর আগে সকাল ১১টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি গুলশানের উদ্দেশে রওনা হয়। পথে পথে দলীয় নেতা-কর্মীরা স্লোগান, ব্যানার ও ফুল দিয়ে তাকে স্বাগত জানান।তার আগমনের খবরে সকাল থেকেই গুলশান ৭৯ নম্বর সড়কের ১ নম্বর বাড়ির সামনে জড়ো হন দলীয় নেতা-কর্মীরা। নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনা সদস্যরা।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য ৭ জানুয়ারি তিনি ঢাকা ত্যাগ করেন এবং ৮ জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছান। সেখানে লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে টানা ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।