ছবি : সংগৃহীত
আল জাজিরা’র প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী প্রায় ২০টি যুদ্ধবিমান ব্যবহার করে হোদেইদা বন্দরে একাধিক দফায় হামলা চালায়। এতে অর্ধশতাধিক বোমা ফেলা হয়, যা মুহূর্তেই ধ্বংস করে দেয় বেশ কয়েকটি স্থাপনা। হামলায় একটি সিমেন্ট কারখানা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, ইসরায়েলের এই হামলায় হুদেইদা বন্দর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, এ বন্দরটি হুতি বিদ্রোহীদের জন্য একটি কৌশলগত গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এবং অভিযোগ রয়েছে, ইরান এখান থেকে হুতিদের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করে থাকে।
এ ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মতামত