সারাদেশ

হাসনাত আব্দুল্লার গাড়িতে হামলা, উত্তাল গাজীপুর

প্রিন্ট
হাসনাত আব্দুল্লার গাড়িতে হামলা, উত্তাল গাজীপুর

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ৪ মে ২০২৫, সন্ধ্যা ৮:৫৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গাজীপুর। ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলা ও মহানগর পর্যায়ের সকল নেতাকর্মীরা আগামীকাল বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।


রোববার (৪ মে) সন্ধ্যায় এনসিপির সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এর নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জানানো হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাত আব্দুল্লাহর গাড়ি থামিয়ে কয়েকজন সন্ত্রাসী হামলা করে।

এসময় তাকে সহায়তার জন্য আশেপাশে থাকা এনসিপির অন্যান্য নেতাদের দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে সাহায্যের কথাও বলেন তিনি।

একই তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।

তাদের এমন ফেসবুক পোস্টের পরপরই উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের চান্দনা এলাকা। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এনসিপির পক্ষ থেকে আগামীকাল সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা এলাকা থেকে ঢাকামুখী সড়কে বিক্ষোভের ঘোষণা দেন সমন্বয়করা।

এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল কবির খান বলেন, ঘটনাটি শুনেছি৷ আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে। কে বা কারা এই কাজ করছে তা খুঁজে বের করা হবে।